রেলওয়ের নতুন ডিজি আমজাদ হোসেন


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০১ জানুয়ারি ২০১৫

রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মো. আমজাদ হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে অধিষ্ঠিত ছিলেন। বুধবার রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার বিকেল থেকেই এ আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

মো. আমজাদ হোসেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রী লাভ করার পর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে চাকরি শুরু করেন। এরপর তিনি নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা, উপ-প্রধান পরিকল্পনা কর্মকর্তা, পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলী, মহাব্যবস্থাপক ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।