মিতু হত্যার নিন্দা জানিয়েছে আনসার আল-ইসলাম


প্রকাশিত: ০৫:৩১ এএম, ১১ জুন ২০১৬

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে হত্যার ‘নিন্দা’ জানিয়েছে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম।  জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স এ খবর দিয়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক বেশ কিছু হত্যাকাণ্ডের পর আইএস বা অন্য জঙ্গিগোষ্ঠীর নামে দায় স্বীকারের যে খবরগুলো এসেছিল সেগুলোও এসেছিল সাইট ইন্টেলিজেন্সের মাধ্যমেই।

গেল রোববার সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন নগরীর জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। মিতুর স্বামী এসপি বাবুল আক্তার জঙ্গি দমনে সাহসী ভূমিকা রাখায় প্রশংসিত হয়েছিলেন বিভিন্ন মহলে। মিতু হত্যায় কোনো জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেনি।

Mitu

বিভিন্ন হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নামে দায়স্বীকারের খবর এলেও সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তবে স্থানীয় জঙ্গি সংগঠনের বিষয়ে সরকার ওয়াকিবহাল।

সরকারের দাবি অনুযায়ী, আইএস যদি এসব হত্যাকাণ্ডের পেছনে নাও থেকে থাকে তবে কারা আছে সে রহস্য এখনো উদঘাটিত হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গুপ্তহত্যার বিষয়ে তার কাছে অনেক তথ্য আছে। সরকার প্রধান হিসেবেই বিভিন্ন সংস্থার তথ্য তার কাছে আসে।

নিত্যরঞ্জন হত্যার দায় স্বীকার
পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে আইএস। এ খবরও দিয়েছে সাইট।

আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ কথা জানিয়েছে সাইট।

শুক্রবার সকালে নিত্যরঞ্জনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত নিত্যরঞ্জন পাণ্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকার মৃত রশিক লাল পাণ্ডের ছেলে। ৩৭/৩৮ বছর ধরে পাবনার ঠাকুল অনুকুল চন্দ্রের আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, প্রতিদিনের মতো ভোরে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন নিত্যরঞ্জন পাণ্ডে। পাবনা মানসিক হাসপাতালের উত্তর পাশের প্রধান গেটে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে নিত্যরঞ্জন পাণ্ডেকে ঘাড়ে-মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।