শান্তিরক্ষা মিশনে দেশের ৭ হাজার সদস্য কর্মরত : আনিসুল হক


প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৯ জুন ২০১৬

সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর মোট ৭ হাজার ১২৯ জন সদস্য কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার সংসদের টেবিলে উত্থাপিত সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের (মানিকগঞ্জ-২) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, মার্চ- ২০১৬ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর মোট ৭ হাজার ১২৯ জন সদস্য কর্মরত রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনী থেকে ৪ হাজার ৯২৬ জন, নৌবাহিনী থেকে ৫২৪ জন, বিমান বাহিনী থেকে ৬৩৯ জন ও পুলিশ বাহিনী থেকে ১ হাজার ৪০ জন সদস্য কর্মরত।

মিশনভিত্তিক বর্তমানে নিয়োগপ্রাপ্ত সদস্যরা বিভিন্ন দেশে কর্মরত।

আনিসুল হক আরো জানান, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নির্বাচনী এলাকা ভিত্তিক কতজন কাজ করছেন, তার পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না। ফলে ওই পরিসংখ্যান জানানো সম্ভব হচ্ছে না।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।