কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৯ জুন ২০১৬
ফাইল ছবি

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেতে চায়। তবে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে কোন পণ্যের দাম বাড়ালে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।    

আজ (বৃহস্পতিবার) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।  

তিনি বলেন, পবিত্র রমজান সংযমের মাস। তাই এ মাসে ব্যবসায়ীদেরও সংযমী হওয়া উচিত।

তিনি আরো বলেন, চলতি রমজানে চাহিদার তুলনায় বাজারে পণ্য দ্রব্যের দাম স্বাভাবিক আছে। আশাকরি এটা বজায় থাকবে। এর আগের দুই বছরও পণ্যের বাজার দর স্বাভাবিক ছিল বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে বর্তমানে চিনির দাম কিছুটা বেড়েছে বলে স্বীকার করেন তিনি।

এ কারণে দাম নির্ধারণে ট্যারিফ কমিশনকে চিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার আহ্বান জানান তোফায়েল আহমেদ।

এমএমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।