কম টাকা জমা দিয়েও হজযাত্রীদের নিবন্ধন করার সুযোগ


প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৭ জুন ২০১৬

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের জন্য বেঁধে দেয়া চূড়ান্ত সময়সীমার মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে ব্যংকে জমা দেয়ার টাকার পরিমাণ কমিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নিবন্ধনের জন্য ৩ লাখ ৪ হাজার ৯শ’ ৩ টাকা ১৮পয়সার পরিবর্তে ১ লাখ ২৬ হাজার ৬শ’ ৮৯ টাকা ৬৮ পয়সা প্রচলিত ভাউচারের মাধ্যমে স্ব স্ব এজেন্সির ব্যাংক একাউন্টে জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পাদন করা যাবে।

গতকাল সোমবার বিকেলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) এর এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সভার সিদ্ধান্ত হয় ইতোমধ্যেই যে সকল হজ এজেন্সি ৩ লাখ ৪ হাজার ৯শ’ ৩ টাকা ১৮ পয়সার জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন তারা ইচ্ছা করলে হজযাত্রী প্রতি ১লাখ ২৬ হাজার ৬শ’ ৮৯ টাকা ৬৮ পয়সা ব্যাংকে জমা রেখে অবশিষ্ট টাকা উত্তোলন করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ১ লাখ ২৬ হাজার ৬শ’ ৮৯ টাকা ৬৮ পয়সা টাকা উত্তোলন করতে পারবেন না।

এদিকে, চলতি বছর হজযাত্রীদের নিবন্ধন করার শেষ দিন আজ। আজ (মঙ্গলবার) রাত ৮টা পর্যন্ত চলবে এ নিবন্ধন করা যাবে।

এমইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।