মঙ্গলবার থেকে পবিত্র রমজান


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৬ জুন ২০১৬

বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করেন।

আজ চাঁদ দেখা যাওয়ায় আগামী ২ জুলাই মোতাবেক ২৬ রমজান রাতে পবিত্র ‘লাইলাতুল কদর’ পালিত হবে।

ধর্ম প্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।

আজ সোমবার রাতে এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে সেহরি খেয়ে পরদিন সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করে সংযম পালন করবেন। মাস শেষে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় সোমবার রাত ৩টা ৩৮ মিনিট। ইফতারের সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।