জাভা সাগরে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

জাভা সাগরে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলে তারা ধারণা করছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। ইন্দোনেশিয়ার বোর্নিও-তে কালিমান্তান উপকূলের অদূরে জাভা সাগরে তারা বেশ কিছু লাল ও সাদা রঙের বস্তু ভাসতে দেখেছেন।

ইন্দোনেশীয় পরিবহন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা জোকো মুর্জাৎমোজো বলেছেন, এগুলো বিমানের মূল অংশের টুকরো বলে তারা শতকরা ৯৫ ভাগ নিশ্চিত। তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য এগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

এছাড়া ওই একই এলাকায় মৃতদেহও ভাসতে দেখা গেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন ওই এলাকায় জাহাজ পাঠানো হয়েছে।

মোট ১৬২ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে এই বিমানটি নিখোঁজ হয় রোববার। তৃতীয় দিনের মতো সন্ধানকাজ চলছে এবং স্থলে ও সাগরে ১৩টি এলাকা জুড়ে সন্ধানকাজ চলছে।

সন্ধান অভিযানের প্রধান এক সংবাদ সম্মেলনে বিমানের টুকরো বলে যেগুলোকে সন্দেহ করা হচ্ছে তার ছবি দেখান, সেইসঙ্গে সাগরে ভেসে ওঠা মৃতদেহের ছবিও সংবাদ সম্মেলনে দেখানো হয়। -বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।