মানবতাবিরোধী মামলার আসামি সিরাজ মাস্টার গ্রেফতার


প্রকাশিত: ০৪:০১ এএম, ২২ জুলাই ২০১৪

মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, ধর্ষণ ও বাড়িতে অগ্নিসংযোসহ ছয়টি সুনির্দিষ্ট অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলার পলাতক আসামি বাগেরহাটের কসাইখ্যাত কুখ্যাত রাজাকার কমান্ডার সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে (৭৪) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টায় বাগেরহাট মডেল থানা পুলিশ বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে মৃত মোসলেম পাইকের (তার চাচা শ্বশুর) পরিত্যক্ত খুপড়ি ঘর থেকে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, বাগেরহাট সদরের গোটাপাড়া গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে কুখ্যাত রাজাকার কমান্ডার সিরাজ মাস্টার মহান মুক্তিযুদ্ধের পর এলাকা ছেড়ে পালিয়ে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে বসবাস করে আসছিলেন।

তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে কচুয়ায় শাঁখারীকাঠি গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খাঁন জানান,  মুক্তিযুদ্ধ চলাকালে কচুয়ার শাঁখারীকাঠি বাজারে গণহত্যার শিকার রঘুদত্তকাঠি গ্রামের শহীদ জিতেন্দ্র নাথ দাসের ছেলে নিমাই চন্দ্র দাস বাদী হয়ে ২০০৯ সালে কচুয়া থানায় কুখ্যাত এই রাজাকার কমান্ডারসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত দল দীর্ঘ তদন্ত শেষে  সিরাজ মাস্টার, খাঁন আকরাম হোসেন ও আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।