পরীক্ষা বর্জন করে অবস্থান চালিয়ে যাচ্ছেন বেকার নার্সরা
পিএসসির অধীনে নার্স নিয়োগ পরীক্ষা বর্জন করে ঢাকা নার্সেস কলেজের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিবিএনএ) আন্দোলনরত নার্সরা।
সংগঠনের মহাসচিব ফারুক হোসাইন শুক্রবার সকালে জানান, যতক্ষণ তাদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে।
তিনি বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বেকার নার্সরা এই অপ্রত্যাশিত পরীক্ষা বর্জন করেছে। পরবর্তীতে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার পরিবর্তে আগের নিয়মে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে চলতি বছরের জানুয়ারি থেকেই আন্দোলন করে আসছেন বেকার নার্সরা। তবে নার্সদের সেসব দাবি পাশে রেখেই আজ অনুষ্ঠিত হচ্ছে নার্স নিয়োগ পরীক্ষা।
দাবি আদায়ে জানুয়ারি থেকে নানা কর্মসূচি দিয়ে আসছে বিডিবিএনএ। এরপর সোমবার তারা স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যায়। সর্বশেষ বুধবার প্রধানমন্ত্রীর সাক্ষাত চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে যাওয়ার সময় আন্দোলনরত বেকার নার্সদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ। এতে অর্ধশত নার্স আহত হন।
আন্দোলনরত নার্সরা সেখান থেকে ঢাকা নার্সেস কলেজের সামনে অবস্থান নেন।
এনএফ/এমএস