বিজিবি’তে প্রথমবারের মতো নারী সৈনিক
প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নারী সৈনিক নিয়োগ দেয়া হয়েছে। প্রথম ব্যাচের ৯৭ জন নারী আগামী ৫ জুন বিজিবির কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
মহাপরিচালক বলেন, নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে ২০১৫ সালে প্রথমবারের মতো বিজিবিতে নারী সৈনিক নিয়োগ দেয়া হয়েছে।
চট্টগ্রামে মৌলিক প্রশিক্ষণ শেষে আগামী ০৫ জুন প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নারী সৈনিকদের প্রথম ব্যাচটি বিজিবি`র কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এ বছর আরো ১০০ জন নারী সদস্য নিয়োগ দেয়া হয়েছে। যাদের মৌলিক প্রশিক্ষণ জুলাই মাসেই শুরু হবে।
জেনারেল আজিজ বলেন, যোগদানের পরপরই তাদেরকে টেকনাফ ও বেনাপোলের মতো যেসব এলাকায় নারী পাচারকারীদের আনাগোনা সেখানে তাদের পোস্টিং দেওয়া হবে। এছাড়াও বিজিবির গেটগুলোতেও নিরাপত্তার দায়িত্বে থাকবে নারীরা।
এআর/জেএইচ/আরআইপি