প্রতিরক্ষায় বরাদ্দ বেড়েছে ৩ হাজার ৭৪৭ কোটি টাকা


প্রকাশিত: ১১:২৩ এএম, ০২ জুন ২০১৬

গত অর্থবছরের চেয়ে এবার প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩ হাজার ৭৪৭ কোটি টাকা। প্রতিরক্ষা খাতে এ বছর মোট বরাদ্দ ২২ হাজার ১৩০ কোটি টাকা। ২০১৫ সালে এ বরাদ্দ ছিল ১৮ হাজার ৩৮৩ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতা শুরু করেন। এ নিয়ে দশম এবং টানা অষ্টমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করছেন তিনি।

প্রতিরক্ষা খাতে প্রতিবছরই বরাদ্দ বাড়ছে। ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ ছিল ১২ হাজার ৯৮৫ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ১৪ হাজার ৫৬৪ কোটি টাকা।

এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।