ঘন কুয়াশায় বিঘ্ন ফ্লাইট শিডিউল


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৪

ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত ফ্লাইট শিডিউল। নির্ধারিত সময়ের ২-৩ ঘণ্টা পর অবতরণ করছে বেশ কয়েকটি ফ্লাইট। এর মধ্যে কয়েকটি ফ্লাইট জরুরি অবতরণ করে সিলেট ও ভারতের কলকাতায়। সোমবার শাহজালাল বিমানবন্দরের তথ্যকেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়।
 
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম জাকির হোসেন জানান, ঘন কুয়াশার কারণে ফ্লাইট অবতরণে বিলম্ব হচ্ছে। এছাড়া শীতের কারণে উড়োজাহাজের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

এদিকে সোমবার ফ্লাইট বিলম্বের কারণে ঘুন কুয়াশায় হরতালের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমাবন্দরে যাত্রীদের নিতে আসা স্বজনদের পড়তে হয়েছে ভোগান্তিতে। শাহজালালে ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা করেন তারা।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল পর্যন্ত শাহজালালে অবতরণের কথা থাকলেও বেশ কয়েকটি ফ্লাইট সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০২২ মাস্কট-ঢাকা সকাল ৮টা ১০ মিনিটে শাহজালালে অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। একইভাবে শারজা-ঢাকা রুটের জিনাইন ৫১৭ সকাল ৯টা ৫ মিনিটে ঢাকায় আসার কথা থাকলেও কলকাতায় অবতরণ করে। একই রুটের আরেকটি ফ্লাইট ১০টা ২০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা থাকলেও কলকাতায় অবতরণে বাধ্য হয়। কলম্বো-ঢাকা রুটের এমজে ৫০১ ফ্লাইটটি সকাল ১১টা ৫ মিনিটে শাহজালালে না এসে কলকাতায় অবতরণ করে।
 
এছাড়া ঢাকায় অবতরণ করা উড়োজাহাজগুলোও নির্ধারিত সময়ের অনেক পরে এসে পৌঁছায়। আজ সকাল ১০টা ৫ মিনিটে অবতরণের কথা থাকলেও ইমেরিটাস এয়ারলাইন্সের দুবাই-ঢাকা ফ্লাইট ইকে ৫৮২ শাহজালালে পৌঁছে ১১টা ৪০ মিনিটে। একই সময়ে অবতরণ করে কুয়েত এয়ারলাইন্সের কেইউ ২৮২, এই ফ্লাইটটির সাড়ে ১০টায় অবতরণের কথা ছিলো। সকাল ৯টায় অবতরণের কথা থাকলেও কাতার এয়ার লাইন্সের কিউআর ৬৩৪ ফ্লাইটটি এসে পৌঁছে বেলা ১১টা ৫০ মিনিটে। একইভাবে দুবাই –ঢাকা রুটের বিজি ০৪৮ সকাল ৮টা ৩৫ মিনিটের বদলে দুপুর ১২টা ৩৬ মিনিটে, তুরস্কের টিকে ৭১২ ইস্তাম্বুল-ঢাকা ফ্লাইটটি ভোর ৪টা ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টায় এবং সকাল ৮টা ৫০ মিনিটের বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫০ তামাম-ঢাকা ফ্লাইটটি দুপুর ১২টা ১২ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।