কলকাতা যাচ্ছে নূর হোসেনের পরিবার


প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২১ জুলাই ২০১৪

নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের পরিবার এ সপ্তাহেই কলকাতা যাচ্ছে। মামলায় তাকে সহযোগিতা করতেই মূলত পরিবার কলকাতায় যাচ্ছে।

সোমবার সাংবাদিকদের এ কথা জানান নূর হোসেন। তিনি বলেন, ‘এই সপ্তাহেই তার পরিবার আসছে কলকাতায়। এরপর তিনি জামিনের আবেদন করবেন।’

এতদিন তার পক্ষে কোনা আইনজীবী না থাকায় তিনি জামিনের আবেদন করতে পারেননি। পরিবার গিয়ে তার জন্য আইনজীবী ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে নূর হোসেনের ১৪ দিনের কারাদণ্ডের পর ফের ১২ দিনের কারাদণ্ডের রায় দিয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জেলা ও দায়রা আদালত।

১৪  জুন কলকাতায় গ্রেফতারের পর ১৫ জুন তাকে প্রথম আদালতা হাজির করা হয়। এরপর কেটে গেছে চারটি শুনানি। সোমবার তার মামলার পঞ্চম শুনানি ছিল।

নূর হোসেন যেহেতু নারাণগঞ্জের সাত খুনের মূল আসামি, তাই একপ্রকার বাধ্য হয়েই নাকি তিনি কলকাতায় আশ্রয় নিয়েছেন। আর কলকাতায় তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

১৪ জুন রাতে গ্রেফতারের পর থেকে টানা চারটি শুনানিতে নানা রকমের বক্তব্যের মাধ্যমে নিজেকে নির্দোষ সাব্যস্ত করতে চাওয়ার পর, পঞ্চম শুনানিতে এসে প্রাণে বাঁচতে কলকাতাকে বেছে নিয়েছেন বলে জানান নূর হোসেন।

পাশাপাশি তিনি গণমাধ্যমকে আসল ঘটনার তদন্ত করার জন্য এবং তদন্তকারী সংস্থাকে সাহায্য করার অনুরোধ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।