হজ নিবন্ধনের সময়সীমা ৭ জুন পর্যন্ত বাড়লো


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ৩০ মে ২০১৬
ফাইল ছবি

হজ নিবন্ধনের সময়সীমা আগামী ৭ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধিত হজ গমনেচ্ছুদের নিবন্ধনের শেষ সময়সীমা ছিল আজ ৩০ মে পর্যন্ত। হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) এর আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বৃদ্ধি করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন নিবন্ধনের সময়সীমা ৭ জুন পর্যন্ত বৃদ্ধির খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

চলতি বছর হজের জন্য ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজের কোটা বরাদ্দ রয়েছে। নির্ধারিত কোটার বিপরীতে সরকারি পর্যায়ে ৫ হাজার ১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৩৫ হাজার ৪৪১ জনসহ ১ লাখ ৪০ হাজার ৪৪২ জন প্রাক নিবন্ধন করেন।

সূত্র জানায়, সর্বশেষ ২৯ মে পর্যন্ত প্রাক নিবন্ধনকৃতদের মধ্যে থেকে সরকারিভাবে মাত্র ৩ হাজার ও বেসরকারিভাবে ১০ হাজার ৪৭৯ জন নিবন্ধন করেছেন। প্রাক নিবন্ধিতদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৯শ’৫৭ জন তাদের প্রাক নিবন্ধন বাতিল করেন।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।