দুইদিন কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৫

টানা ৬ দিন তাপপ্রবাহের মাঝে সোমবার (২৮ এপ্রিল) সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির ফলে সোম ও মঙ্গলবার (২৯ এপ্রিল) সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারাদেশে দিনের তাপামাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া আগামী ৩ দিন দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে, ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।