রোমে বাংলাদেশ হাউজ পরিদর্শন প্রধান উপদেষ্টার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশ হাউজে পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) ইতালির রোমে বাংলাদেশ হাউজ পরিদর্শন করেন এবং সেখানকার দর্শনার্থী বইতে সই করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা ২১ এপ্রিল আর্থনা সম্মেলন-২০২৫ এ যোগ দিতে কাতারের দোহায় যান। চারদিনের সফর শেষ করে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার ইতালির রোমে যান তিনি।

আরও পড়ুন

সেখান থেকে ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন, যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহ শনিবারের শেষকৃত্যের আগে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

এমইউ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।