বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী চীন


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৯ মে ২০১৬

বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণে চীন আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চাং ওয়ানকুয়ান। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠককালে এ কথা জানান তিনি। পরে সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।

বাংলাদেশকে চীনের ভাল বন্ধু হিসেবে অভিহিত করে জেনারেল চাং ওয়ানকুয়ান বলেন, চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণ, সরঞ্জাম ও এর রক্ষণাবেক্ষণের কাজ করে আসছে। চীন ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা বাড়াতে আগ্রহী।

তিনি বলেন, দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এটা উভয় পক্ষের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করছে। দুই দেশের পদস্থ কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় ভবিষ্যতে বাড়ানো হবে বলেও জানান তিনি।

এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারদের একজন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন খাতে চীনা সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সামরিক খাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক সফরের মাধ্যমে ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

এএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।