যেমন মনে করেছিলাম, অন্তর্বর্তী সরকার তেমন হয়নি: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৫ এপ্রিল ২০২৫
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার/ ফাইল ছবি

গণঅভ্যুত্থানের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যে সরকার এসেছে ও আমরা যেমন করে মনে করেছিলাম, তেমন হয়নি। রাজনীতিতে আমাদের সীমাবদ্ধতা আছে, এটা আমরা বুঝি।

শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে নিরাপদ পানির দাবিতে যৌথভাবে এই গণসমাবেশের আয়োজন করে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর এবং গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।

jagonews24.com

গণসমাবেশে ফরহাদ মজহার বলেন, সরকার কিছু কিছু কাজ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে টালবাহানা করছে। বাংলাদেশের উন্নয়নে নীতির গোড়ায় থাকবে পানি। পানি আমাদের জীবন রক্ষা করে। কোম্পানির হাতে পানির অধিকার তুলে দেওয়ার অধিকার সরকারের নেই। সরকারকে আমরা সহযোগিতা করবো যেন ঢাকা শহরের মানুষ বিনা পয়সায় সুপেয় পানি পায়। বিনা পয়সায় পানি পাবার অধিকার শহরের জনগণের রয়েছে। বিনা পয়সায় সুপেয় পানি পাওয়া জনগণের অধিকার।

তিনি দাবি জানিয়ে বলেন, এই মুহূর্তে অবিলম্বে পানি কমিশন গঠন করতে হবে। সুপেয় পানির নিশ্চয়তার প্রদান করতে হবে। সুপেয় পানি প্রদানের মাধ্যমে এই সরকারকে প্রমাণ করতে হবে যে তারা কোনো ফ্যাসিস্টের আওতায় পড়েনি।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উদ্দেশ্যে ফরহাদ মজহার বলেন, যারা কথায় কথায় ধর্মের কথা বলেন তারা যদি সত্যিকারের ইসলামিক রাজনীতি করতেন, তাহলে সুপেয় পানির ব্যপারে কথা বলতেন। যে সরকার পানির অধিকার কোম্পানির কাছে ইজারা দেয়, এমন সরকার আমাদের দেশে দরকার নেই।

অনুষ্ঠানে সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব মেজর (অব.) আহমেদ ফেরদৌস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম জনগণের দাবি দাওয়া নিয়ে কথা বলবো। গরিব মানুষের অধিকার নিয়ে কেউ কথা বলে না। আগে দেখতাম ঢাকা শহরে মানুষের গোসল করার অনেক জায়গা ছিল, এখন নাই। সিটি করপোরেশনের কাছে দাবি অন্তত প্রত্যেক ওয়ার্ডের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করুন। পানি আমাদের জীবন বাঁচাতে সহায়ক হিসেবে কাজ করছে। আমাদের টাকার যে বাজেট, তাতে সুপেয় পানি বরাদ্দ দেওয়া বড় কোনো কাজ না। শুধু মন-মানসিকতার ব্যাপার।

গণসমাবেশে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর এবং গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের নেতা-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এসআরএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।