উত্তরা-পূর্ব থানার ওসি বদলি, নতুন দায়িত্বে গোলাম মোস্তফা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা-পূর্ব থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা-তেজগাঁও বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফাকে উত্তরা-পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।।

একই আদেশে উত্তরা-পূর্ব থানার ওসি মোহাম্মদ শামীম আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।