ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৬ এপ্রিল ২০২৫
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিট থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টি হতে পারে

দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিট থেকে বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা ও সিলেটের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এদিকে, মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে ঝোড়োবৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্ধ্যায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বৃষ্টি হয়েছে।

আরএএস/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।