গানে-কবিতায় নববর্ষ উদযাপন করলো বিশ্বসাহিত্য কেন্দ্র

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০২ এএম, ১৫ এপ্রিল ২০২৫
এদিন বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন বর্ণিল সাজে সাজানো হয়

বাঙালির চিরায়ত ঐতিহ্যের নানান আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রের মূল ভবনে এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন বর্ণিল সাজে সাজানোসহ অনুষ্ঠানের অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে বাঙালির ঐতিহ্যবাহী খাবার মোয়া, মুড়কি, কদমা, বাতাসা ও মুরালি পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির (আলোর ইশকুল, কলেজ কর্মসূচি ও পাঠচক্রের) সদস্যদের অংশগ্রহণে কবিতা, গান, নাটক, বাঁশি ও দলীয় সংগীত।

jagonews24.com

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠচক্রের সদস্য রুকসানা মিলি ও সাকিব চৌধুরী।

এমকেআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।