দেড় শতাধিক জনবল নেবে প্রাণিসম্পদ অধিদফতর


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৮ মে ২০১৬

বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরে ২৬টি পদে দেড় শতাধিক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতর

পদের বিবরণ
ওভারশিয়ার ডেইরি- ০১ জন
ওভারশিয়ার বায়ার- ০৩ জন
ওভারশিয়ার কৃষি- ০৩ জন
গবেষণা সহকারী- ০৩ জন
দুগ্ধ পরিদর্শক- ০১ জন
পরিসংখ্যান সহকারী- ০১ জন
ল্যাবরেটরি টেকনিশিয়ান (উচ্চ স্কেল)- ০৩ জন
সহকারী কৃষি সুপারভাইজার- ০২ জন
ইলেকট্রিশিয়ান- ০৩ জন
ক্যাশিয়ার পদে- ০৮ জন
ল্যাবরেটরি টেকনিশিয়ান (নিম্ন স্কেল)- ০৮ জন
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ৩৮ জন
মিল্ক রেকর্ডার- ০২ জন
ড্রাইভার- ১২ জন
ড্রাইভার (ট্রাক্টর)- ০৫ জন
জেনারেটর চালক- ০১ জন
মেকানিক- ০১ জন
পাম্পচালক- ০৫ জন
ডেইরি টেকনিশিয়ান- ০১ জন
ফিল্ডম্যান- ০৩ জন
কার্পেন্টার- ০১ জন
ক্যারিয়ার- ১৩ জন
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট- ০৬ জন
নিরাপত্তা প্রহরী- ২৯ জন
পরিচ্ছন্নতাকর্মী- ২২ জন
মালি- ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: পদগুলোতে অষ্টম শ্রেণি থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার, ড্রাইভার (ট্রাক্টর) ও পাম্পচালক পদে আবেদনের জন্য অভিজ্ঞতা প্রয়োজন।

বয়স: ২৬ জুন ২০১৬ তারিখে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের ঠিকানা: মহাপরিচালক, প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন-১, প্রাণিসম্পদ অধিদফতর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০১৬

সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ২৬ মে ২০১৬

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।