দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৪ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ডিএমটিসিএল সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে স্টেশন দুটি ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হবে। দুপুর ১২টার পর স্টেশনটি খুলে দেওয়া হবে এবং যথারীতি সেখানে মেট্রোরেলে যাত্রী ওঠানামা করবে।

এমএমএ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।