মার্চ ফর গাজায় অংশ নিলো যেসব রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১২ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় নির্যাতিতদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সব এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মূল অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে গাজার প্রতি সংহতি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদসহ মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতা ও প্রতিনিধিরা।

বিএনপির পক্ষে সালাহউদ্দিন আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর হয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মাসুদ, এনসিসির পক্ষে হাসনাত আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের পক্ষে নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) বিকাল পৌনে ৪টায় মোনাজাত শুরু হয়ে ৪টায় শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি শুরু হয়। এরপর জনগণকে স্লোগানে উৎসাহ দেওয়ার পাশাপাশি বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ইসলামিক ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এদিকে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

এএএম/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।