মাদকসহ আটক নৃত্যপরিচালক সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১১ এপ্রিল ২০২৫

রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক মো. সাইফুল ইসলামকে মাদকদ্রব্যসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১০এপ্রিল) রাজধানীর বনানী থেকে ডিএনসি ঢাকা উত্তর কার্যালয়ের গুলশান সার্কেলের সদস্যরা তাকে আটক করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১১এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

শামীম আহম্মেদ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযানে বনানী থেকে সাইফুলসহ আরও দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি সিসা, সিসা সেবনের হুক্কা ১৩ টি, খালি মদের বোতল ১৬ টি ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জব্দকৃত মাদক ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।