কৃষিখাতে বিনিয়োগের জন্য আকর্ষণীয় বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ পিএম, ১০ এপ্রিল ২০২৫

সম্প্রসারিত মধ্যবিত্ত শ্রেণির জনশক্তি, উর্বর মাটি, অনুকূল জলবায়ু কারণে বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে। এ দেশের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিখাতে বিনিয়োগের উৎকৃষ্ট পরিবেশ রয়েছে। বিনিয়োগ সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর এক হোটেলে আয়োজিত 'কৃষি ও কৃষি প্রক্রিয়াকরণ' সেশনে এসব মন্তব্য করেন দেশ-বিদেশের বিনিয়োগকারীরা।

এ সময় বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) এ খাতে আরও বিনিয়োগ বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানায়। পাশাপাশি ওই অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ড এর বেসরকারি খাতের প্রতিষ্ঠানের মধ্যে কৃষি ও কৃষিপ্রক্রিয়াকরণ খাত উন্নয়নে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

বিডার আন্তর্জাতিক বিনিয়োগ প্রমোশনের পরিচালক আরিফুল হক ওই সেশনের মূল প্রবন্ধে বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান বিশ্বের সবচেয়ে লাভজনক দেশগুলোর মধ্যে একটি। চীন, আসিয়ান ও মধ্যপ্রাচ্যের মধ্যে থাকায় এখান থেকে ৩০০ কোটিরও বেশি ভোক্তার সাথে সরাসরি বাণিজ্য সম্ভব।

বাংলাদেশের বন্দরগুলোর উন্নয়নে নানা প্রকল্প চলমান। এ কাজগুলো সম্পন্ন হলে রপ্তানির জন্য পরিবহনের সময় এক-তৃতীয়াংশ কমানো সম্ভব। বাংলাদেশে ইইউ ও চীনে শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে। আগামী পাঁচ বছর ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখার সক্ষমতা আছে আমাদের। যে কারণে এ দেশ বিনিয়োগের জন্য ভালো।

তিনি বলেন, নিয়মকানুনে ব্যাপক সংস্কার করা হচ্ছে, যা এ দেশকে আরও বিনিয়োগবান্ধব করে তুলবে। কৃষি প্রক্রিয়াকরণ খাতে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ফসলোত্তর ক্ষয়ক্ষতি কমিয়ে এ দেশে শক্তিশালী ব্যবসা কেন্দ্র করার সুযোগ রয়েছে।

এ সময় ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচেম)-এর নুরিয়া লোপেজ বলেন, এ দেশের উর্বর মাটি, অনুকূল জলবায়ু ও শক্তিশালী গ্রামীণ ভিত্তি রয়েছে। যা কৃষিখাতে বিনিয়োগ ও ফসলের প্রক্রিয়াকরণের জন্য একটি সম্ভাবনাময় জায়গায় পরিণত করবে।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াকরণখাত পোশাক ও সেবা খাতের সঙ্গে পাল্লা দিতে পারে।

এদিকে ওই সেমিনারে নেদারল্যান্ডের গ্রিন হাউস ডেল্টা কোম্পানি ও বাংলাদেশের প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয় গাজীপুরের মৌনায় ২০ হাজার বর্গফুটের একটি গ্রিনহাউস স্থাপনের জন্য। এছাড়া অন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন ও নেদারল্যান্ডের আরেক প্রতিষ্ঠান সিডএনএলের মধ্যে। এ চুক্তি জলবায়ু-স্মার্ট ও পরিবেশবান্ধব বীজ প্রযুক্তি উন্নয়নের জন্য করা হয়েছে।

এনএইচ/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।