‘পথ নবজাতক’ সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১০ এপ্রিল ২০২৫

‘পথ নবজাতক’ এর সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা। এতে সামাজিক ও আর্থিক দৈন্যতার কারণে অনাকাঙ্ক্ষিত সন্তানকে নিজের নাম পরিচয় গোপন রেখে ওই হাবে রেখে যেতে পারবেন। এতে অবহেলায় নবজাতকের মৃত্যুরোধ করা সম্ভব হবে।

বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান মুজিব।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে ডা. মুজিবুর রহমান মুজিব বলেন, গত বছর ৯৪ জন পথ নবজাতক উদ্ধার করা হলেও তাদের মধ্যে ৬৪ জনই মারা যায়। নিউবর্ন হাব ছোট্ট বাচ্চাদের লালন-পালনের একটা ব্যবস্থা। সেখানে সামাজিক পরিচয় ও আর্থিক দৈন্যতার কারণে যেসব বাচ্চাদের রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়, সেই হার কমে আসবে। সেই নবজাতকের সুরক্ষা নিশ্চিত হবে।

তিনি বলেন, নিউবর্ন হাব থাকলে ৯৪ জনের মধ্যে ৯০ জনকে রক্ষা করা যেত। এসব হাবে পরিচয় গোপন রেখেই শিশুকে রেখে যাওয়ার সুযোগ থাকবে, যা শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পথ নবজাতকদের বাঁচিয়ে রাখতে দরকার বুকের দুধ। কিন্তু পথ নবজাতকের মা না থাকায় দেশে হিউম্যান মিল্ক স্টোরেজ চালু করা দরকার। যন্ত্রপাতি কেনা শেষ হলেও ইসলামি ফাউন্ডেশন ও সরকারের অনুমোদনের অভাবে সেটি চালু করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা, অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও সাংবাদিক একেএম সাখাওয়াত হোসেন।

এএএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।