ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাড্ডায় বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়রা অংশ নেন।
সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে হত্যা করছে, শিশুরা পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা।
আরও পড়ুন
- গাজার ৫০ শতাংশ ইসরায়েলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা
- গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, নিরাপত্তা জোরদার
এসময় ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করতে দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা।
স্থানীয় মাদরাসার শিক্ষার্থী হুমায়ুন বলেন, ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদের আমরা রাস্তায় নেমেছি। আমরা নেতানিয়াহুর বিচার চাই। আমাদের মুসলিম ভাই-বোনদের হত্যা করা হচ্ছে। এ অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না।
স্থানীয় যুবক আবু বকর বলেন, ফিলিস্তিনে যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে- এসব দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। বিশ্বের মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এভাবে হত্যা মেনে নেওয়া যায় না। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করছি। আজ থেকে আর ইসরায়েলি পণ্য কিনবো না।
আজ সোমবার সকাল থেকেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড্ডা এলাকায়ও সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।
এনএস/কেএসআর/এমএস