গাজায় ইসরায়েলের হামলা

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে তরুণদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন সেনা সদস্যরা। তারা সেখানে মানবপ্রাচীর তৈরি করে রাখেন।
বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ মানুষকে তল্লাশি করা হয়। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে তরুণদের বিক্ষোভ

দুপুর ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের একপাশ খুলে দেওয়া হয়। তখন থেকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। ঘটনাস্থলে ডিএমপির গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলার সামনে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় তাদের হাতে ‘বয়কট ট্রাম্প, সেভ ফিলিস্তিন’, ‘বয়কট ইউএসএ’লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে তরুণদের বিক্ষোভ

একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। তাদের হাতে ‘শো ইসরায়েল দ্য রেড কার্ড’ লিখা সংবলিত প্ল্যাকার্ড ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

টিটি/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।