এখনো ‘ঈদের আনন্দ’ নিয়ে বাড়ি ফিরছেন অনেকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৬ এপ্রিল ২০২৫
ঈদের ছুটি শেষ হলেও এখনো ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফিরছেন অনেকে/ছবি জাগো নিউজ

ঈদের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস। সরকারি অফিস দীর্ঘ ছুটিতে থাকলেও কাজ চলেছে অনেক বেসরকারি অফিসে। তাই ঈদের ছুটিতে বাড়ি ফেরা হয়নি অনেকের। এসব অফিসের যেসব সহকর্মী ছুটি নিয়েছিলেন তারা ফেরার পর দ্বিতীয় ধাপে বাড়ি ফিরছেন অনেকে। তাছাড়া ঈদের ছুটি শেষে আজও ঢাকা ফেরা মানুষের সংখ্যাও কম নয়। সব মিলিয়ে কমলাপুর রেলস্টেশনে তাই ভিড় লেগেই আছে।

রোববার (৬ এপ্রিল) দুপুরে সরেজমিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

স্টেশন ঘুরে দেখা যায়, যারা এখনো বাড়িতে যাচ্ছেন তাদের মধ্যে ঈদের আনন্দ দেখা গেছে। তারা বলছেন, চাকরির কারণে ঈদের পরে বাড়িতে পারিবারের কাছে গেলেও আনন্দ কাজ করে। ঈদ পরবর্তী এই যাত্রা তাই বাড়তি আনন্দ জুগিয়েছে।

এখনো ‘ঈদের আনন্দ’ নিয়ে বাড়ি ফিরছেন অনেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একটি আইটি কোম্পানিতে কাজ করা আসাদুল বলেন, ঈদের ছুটি হলেও আমাদের ছুটি হয়নি। শহরে নিরাপদ ইন্টারনেট সেবা দিতে কাজ করেছি। অন্য সহকর্মীরা ছুটি শেষে ঢাকায় ফিরেছেন, এখন আমি বাড়িতে যাচ্ছি। পরিবারের সঙ্গে হয়তো ঈদ করতে পারিনি তবে অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে, এতেই আনন্দ।

তবে বেশ লম্বা ছুটি কাটিয়ে যারা ঢাকায় ফিরছেন তারা কিছুটা মন খারাপের গল্প শুনিয়েছেন। তারা বলছেন, পরিবার আর আত্মীয়-স্বজনের সঙ্গে লম্বা ছুটি কাটিয়ে তাদের বাড়িতে রেখে আসতে কষ্ট হয়েছে। তবে জীবন আর জীবিকার তাগিদে বাধ্য হয়ে ঢাকায় ফিরতে হয়েছে।

এখনো ‘ঈদের আনন্দ’ নিয়ে বাড়ি ফিরছেন অনেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফারহান রহমান বলেন, আজ ছুটি শেষ হচ্ছে। আগামীকাল থেকে অফিস করতে হবে। পরিবারকে রেখে আসতে খারাপ লেগেছে। পরিবার-বন্ধু-আত্মীয় স্বজন সবাইকে মিস করছি। খুব ভালো সময় কাটিয়েছি বাড়িতে। এখন জীবিকার তাগিদে ঢাকা তো ফিরতেই হবে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঢাকায় ফেরা আরেক যাত্রী রত্না আক্তার বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে আজ ঢাকায় ফিরলাম। বেশ আনন্দে কেটেছে কিছুদিন। পরিবারকে ছেড়ে আসতে মন তো কিছুটা খারাপ হবেই।

এনএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।