শিক্ষক হত্যার পর পলাতক ১৩ বছর, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩০ এএম, ০৩ এপ্রিল ২০২৫

নেত্রকোনায় শিক্ষক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাজী মামুন উল আলমকে (৪২) ১৩ বছর পর রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (২ এপ্রিল) গভীর রাতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তাপস কর্মকার বলেন, মঙ্গলবার (১ এপ্রিল) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সহযোগীতায় রাজধানীর মহাখালী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেত্রকোনা জেলার সদর থানার শিক্ষক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাজী মামুন উল আলমকে দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আসামি সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১৩ বছর নাম-পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। তিনি শিক্ষক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

কেআর/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।