চীন সফর ঐতিহাসিক: মধ্যমণি ছিলেন প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩০ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চারদিনের রাষ্ট্রীয় সফর ছিল ঐতিহাসিক।

তিনি বলেন, সফরের দ্বিতীয় দিনে ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন-২০২৫ -এ যোগদান করেন। এ সম্মেলনের মধ্যমণি ছিলেন অধ্যাপক ইউনূস।

বিজ্ঞাপন

আজ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বোয়াও সম্মেলনকে ডেবোস অব দি ইস্ট বলা হয়। এখানে এশিয়ার শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ, যেমন- রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসাররা যোগ দেন। এশিয়ার লিডারদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। চীনে অনুষ্ঠিত এ সম্মেলনের এবারের মধ্যমণি ছিলেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন:

২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এরসঙ্গে ঐতিহাসিক মিটিং হয়। এছাড়াও তিনি বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন বলে তিনি জানান।

এমইউ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।