ঈদের ফিরতি যাত্রাও নিরাপদ-স্বস্তিদায়ক হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

'অপ্রত্যাশিত স্বস্তি'র ঈদযাত্রায় এ বছর অনেকটাই বিস্মিত ঈদ উদযাপনে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে রওয়ানা করা ঘরমুখো মানুষ। ঈদযাত্রার শুরুর দিন থেকে সপ্তম দিন পর্যন্ত স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন যাত্রীরা।
এবার ঈদের ফিরতি যাত্রাও স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, যাত্রীদের কোনো টেনশন নাই। আমরা সক্রিয় আছি, তৎপর আছি। আশা করি, ঈদের ফিরতি যাত্রাও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। সবাই সতর্ক থাকবেন, নিরাপদে ঈদ উদযাপন করে আবার কর্মস্থলে ফিরবেন বলে প্রত্যাশা করছি।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
এর আগে তিনি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করা ঢাকা থেকে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি আরও দুটি প্ল্যাটফর্ম ঘুরে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন ও তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, আপনারা জানেন যে, ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ এসবে (টিকিট কালোবাজারি) জড়াতে পারেনি। ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি।
ঘরমুখো মানুষ সড়কপথের মতো ট্রেনযাত্রায়ও স্বস্তিতে বাড়ি ফিরছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তারা নির্দেশনা মোতাবেক ভালো কাজ করছেন। সবমিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।
স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বললেন, তারা কী জানালেন- এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, সবাই খুশি। অন্যান্যবারের চেয়ে এবার তারা সুন্দরভাবে যেতে পারছেন। ভোগান্তি একেবারে কম। কোথাও বাড়তি টাকা পয়সা চাওয়া হচ্ছে না। এগুলো যাত্রীরা জানালেন। তারা ভালোভাবে গেলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।
স্টেশন পরিদর্শন ও ব্রিফিংকালে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদযাত্রার সপ্তম দিনে রোববার সকাল থেকে নির্ধারিত সময়ে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। আজ সকাল থেকে রাত পর্যন্ত মোট ৫১টি ট্রেন ছেড়ে যাবে।
স্টেশনের তথ্যকেন্দ্রে দায়িত্বরত মোহাম্মদ আলী বলেন, আজ সকাল থেকে কোনো ট্রেনই দেরিতে ছাড়েনি।
তিনি আরও বলেন, আন্তঃনগর ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় নেই। এমনকি কমিউটার ও লোকাল ট্রেনগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে। শুধু কর্ণফুলী কমিউটার ট্রেনটি ১১ মিনিট দেরিতে ছেড়েছে আজ।
এএএইচ/এমএইচআর/জেআইএম