অপতৎপরতা ঠেকাতে সচেষ্ট র্যাব: মহাপরিচালক

যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে র্যাব সচেষ্ট আছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেন, ঈদপূর্ব আমাদের কার্যক্রম রমজানের শুরু থেকেই শুরু হয়েছে। এসময় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধগুলো যেন ঘটতে না পারে সেজন্য আমরা টহল, গোয়েন্দা তৎপরতাসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছি।
শনিবার (২৯ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি যেতে পারেন সেজন্য আমরা মহাসড়ক, নৌপথ, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল টার্মিনালে নিরাপত্তা জোরদার করেছি।
তিনি বলেন, ঢাকাসহ সব মেট্রোপলিটন শহর ও উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের টহল তৎপরতা অব্যাহত আছে। মানুষ যেন নিরাপদে ঈদ করতে পারে সেজন্য আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ঈদের এসময় ছিনতাইকারী ও মলম পার্টির তৎপরতা বাড়ে। এদের অপতৎপরতা ঠেকাতে আমরা সচেষ্ট আছি। সারাদেশে ঈদের জামাত ঘিরে আমাদের সদস্যরা নিরাপত্তা দিতে তৎপর থাকবে৷ এছাড়া বিভিন্ন বিনোদনকেন্দ্রে যেখানে অনেক ভিড় হয় সেখানেও মানুষকে নিরাপত্তা দিতে আমরা কাজ করছি৷
র্যাব ডিজি বলেন, ঈদে ঘরমুখো মানুষের মাঝে নারী ও শিশুদের একটা বড় অংশ থাকে৷ এছাড়া বিনোদনকেন্দ্রেও নারী-শিশুদের ভিড় বেশি থাকে। তারা যেন স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা ও চলাফেরা করতে পারে সেজন্য আমরা সচেষ্ট আছি৷
তিনি বলেন, আমরা সবাই মিলে একটি নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে চাই। ঈদ শেষে শহরমুখী মানুষ ও ঈদের ছুটিতে মানুষের বাড়ি-ঘরে নিরাপত্তা দিতেও র্যাব কাজ করছে।
কেআর/এমকেআর/এএসএম