ড. ইউনূসের সঙ্গে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৫ এএম, ২৮ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াং।

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেনশিয়াল’ হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সিপিপিআইটটি চীনের একটি আধা-সরকারি সংস্থা। সংস্থাটি বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের কাজ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। পরদিন ২৭ মার্চ অধ্যাপক ইউনূস বোয়াও ফোরামে বক্তব্য দেন।

‘এক পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের দিকে’ শীর্ষক বক্তৃতায় তিনি এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সফর শেষে ২৯ মার্চ তিনি দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।