ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে প্রি-পেইড গ্রাহকদের ডেসকোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৭ মার্চ ২০২৫
প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত টাকা রিচার্জের অনুরোধ করেছে ডেসকো/ প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের নির্দেশনা দিয়েছে ডেসকো। এ সময়ের জন্য প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া যে কোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে ঈদের ছুটিতেও রিচার্জ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ডেসকোর হটলাইন অপারেটর আরজু জাগো নিউজে বলেন, গ্রাহক চাইলে যে কোনো সময় রিচার্জ করতে পারবেন। সেবা অব্যাহত রয়েছে। গ্রাহক ঈদের ছুটিতেও রিচার্জ করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।