সায়েদাবাদ বাস টার্মিনাল
ধীরে ধীরে বাড়ছে যাত্রী উপস্থিতি, সন্ধ্যা হতে ভিড়

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামীকাল থেকে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকেই কিছু যাত্রী ঢাকা ছাড়লেও অফিস ছুটিকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় বাড়ছে বলে জানিয়েছেন কাউন্টারের কর্মীরা।
সায়েদাবাদ বাস কাউন্টার ঘুরে দেখা যায়, সকাল থেকে যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে বেলা আড়াইটার পর থেকে ধীরে ধীরে যাত্রী উপস্থিতিও বাড়তে থাকে। সন্ধ্যা নাগাদ এই ভিড় আরও অনেক বেশি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিজ বাড়িতে ছুটি কাটাতে হাতে ব্যাগ নিয়ে বাসের অপেক্ষা করছে সবাই। কেউ সিএনজি কিংবা রিকশায় এসে নামছেন কাউন্টারের সামনে। রোজা রেখে প্রচণ্ড গরমে অনেকে অস্বস্তিও প্রকাশ করছেন।
স্টার লাইন কাউন্টারের সামনে দেখা গেছে, ফেনীগামী যাত্রীদের অপেক্ষা করতে। যারা টিকিট পাননি তারা দাঁড়িয়ে আছে কাউন্টারের সামনে। তবে কাউন্টার থেকে জাগো নিউজকে জানানো হয়, আজ সন্ধ্যার পর শুক্র, শনিবার অগ্রিম কোনো টিকিট নেই। সব শেষ হয়ে গেছে। তবে এর মাঝে কিছু স্পেশাল বাস দেওয়া হবে যাত্রীদের সুবিধার্থে।
দেখা যায়, টিকিট নিতে অনেকে এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ছুটছেন। স্টার লাইনে টিকিট না পেয়ে অনেকে ট্রাভেলস, ডিবি ড্রিমলাইন বাস কাউন্টারে যাচ্ছেন। এছাড়া চট্টগ্রামমুখী বাস কাউন্টারগুলোতে টিকিট নিতে যাত্রীরা ছুটছেন।
অন্যদিকে সায়েদাবাদ কাউন্টার থেকে বরিশাল, খুলনামুখি যাত্রীদেরও কাউন্টারে ভিড় করতে দেখা যায়। অনেকে অগ্রিম টিকিট নিলেও বেশিরভাগই কাউন্টারে এসে টিকিট কাটছেন।
সায়েদাবাদ বাস টার্মিনালে বাসের অতিরিক্ত ভিড়ে কিছুটা যানজট লক্ষ্য করা গেছে। তবে বাস চালকরা বলছেন এবার যাতায়াতের রাস্তায় প্রধান সড়কে যানজট নেই। শহর থেকে বের হতে পারলেই রাস্তায় স্বস্তিতে বাড়ি ফেরা সম্ভব হচ্ছে।
এএএম/এমআরএম/জেআইএম