দূরপাল্লার ঈদযাত্রা

সড়কে সিসি ক্যামেরা, থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিম

অভিজিত রায় (কৌশিক)
অভিজিত রায় (কৌশিক) অভিজিত রায় (কৌশিক) , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৭ মার্চ ২০২৫
  • দূরপাল্লার সড়কে নিরাপত্তায় থাকছে সিসি ক্যমেরা
  • পুলিশের হাতে ১৪৪৩ ডাকাতের তালিকা, চলছে অভিযান
  • জিপিএস ট্রাকার ও গুগল ম্যাপে হচ্ছে ডিউটি মনিটরিং
  • থাকছে হাজারের বেশি চেকপোস্ট এবং টহল টিম
  • প্রতি লঞ্চে থাকছেন চারজন আনসার সদস্য
  • জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আনসারের এজিবি সদস্য

ঈদ ঘিরে যাত্রাপথের দুর্ভোগের চিত্র চিরচেনা। প্রতি বছরই ভোগান্তি পোহাতে হয় ঈদে ঘরমুখো মানুষকে। সারাদেশের সড়ক-মহাসড়কের বেশিরভাগ অবস্থা ভালো হলেও ঈদযাত্রীদের দুশ্চিন্তা থাকে পথের দুর্ভোগ নিয়ে। কোথাও কোথাও দ্বিগুণ বা তারও বেশি সময়ে গন্তব্যে পৌঁছাতে হয় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের। আসন্ন ঈদুল ফিতরেও কোনো কোনো সড়ক-মহাসড়কে দীর্ঘ হতে পারে যানজট। এ নিয়ে সারাদেশে প্রস্তুতিও নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। সড়কপথে চিহ্নিত করা হয়েছে গুরুত্বপূর্ণ অনেক স্পট।

তবে ঈদযাত্রায় দীর্ঘ যানজটের সঙ্গে এবার নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সড়ক-মহাসড়কে চুরি-ডাকাতি-ছিনতাই। বিশেষত রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সারাদেশে বিভিন্ন সড়ক-মহাসড়কে চুরি-ডাকাতি-ছিনতাইয়ের মহোৎসব চলছে। এরই মধ্যে এ ধরনের বেশ কিছু রোমহর্ষক ঘটনা সাধারণ মানুষের নজরে এসেছে, যা তাদের এবারের ঈদযাত্রায় শঙ্কিত করে তুলছে।

বিজ্ঞাপন

দূরপাল্লার ঈদযাত্রা, সড়কে সিসি ক্যামেরা, থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিম

ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষেরা অনেকেই যাত্রাপথের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশে ৩ হাজার ৯৯১ কিলোমিটার দূরপাল্লার সড়ক রয়েছে। এসব পথে ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও নিরাপদ করতে সড়কের বিশেষ স্থানগুলোতে সশরীরে আইনশৃঙ্খলা বাহিনী টহলের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া হাজারের বেশি চেকপোস্ট এবং টহল টিম সার্বক্ষণিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।- হাইওয়ে পুলিশের তথ্য

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দেশে ৩ হাজার ৯৯১ কিলোমিটার দূরপাল্লার সড়ক রয়েছে। এসব পথে ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও নিরাপদ করতে সড়কের বিশেষ স্থানগুলোতে সশরীরে আইনশৃঙ্খলা বাহিনী টহলের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া হাজারের বেশি চেকপোস্ট এবং টহল টিম সার্বক্ষণিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

তথ্য অনুযায়ী, এ বছর ঈদ ঘিরে এক হাজার ৪৪৩ জন ডাকাতের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার ভিত্তিতে অভিযান চলছে বলেও জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানতে চাইলে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া জাগো নিউজকে বলেন, প্রতিবছরই ঈদে আমরা সড়কে নিরাপত্তা পরিকল্পনা করে থাকি। সেই আঙ্গিকে গত বছরও আমাদের যে দুর্বলতা ছিল সেগুলো আমরা চিহ্নিত করেছিলাম। এ বছর আমরা গত বছরের দুর্বলতাগুলো মাথায় রেখেছি। তাছাড়া গত বছর আমরা যেটা দেখেছিলাম তা হলো জেলা পুলিশের সঙ্গে আমাদের সমন্বয় কম ছিল। কিন্তু এবার কোনোরকম সমন্বয়হীনতা থাকবে না বলে আশা করছি।

সারাদেশে এখন ৩,৯৯১ কিলোমিটার হাইওয়ে। প্রতি কিলোমিটারে ফোর্স দিয়ে আমরা পারি না। পুলিশ হেডকোয়ার্টার্স আমাদের ৭০০ ফোর্স দিয়েছে। এবার ঈদযাত্রায় জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জায়গায় টহল ডিউটি শিডিউল করেছি। চেকপয়েন্টও সেভাবেই করা হয়েছে।- অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া

তিনি বলেন, আমাদের সারাদেশে এখন ৩,৯৯১ কিলোমিটার হাইওয়ে। প্রতি কিলোমিটারে ফোর্স দিয়ে আমরা পারি না। পুলিশ হেডকোয়ার্টার্স আমাদের ৭০০ ফোর্স দিয়েছে। তারপরও দেখলাম সংকুলান হয় না। তখন জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছি। এবার ঈদযাত্রায় জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জায়গায় টহল ডিউটি শিডিউল করেছি। চেকপয়েন্টও সেভাবেই করা হয়েছে।

দূরপাল্লার ঈদযাত্রা, সড়কে সিসি ক্যামেরা, থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিম

বিজ্ঞাপন

‘ঈদযাত্রায় চন্দ্রা থেকে কালিয়াকৈর মোড় পর্যন্ত প্রতিবছরই আমাদের ভোগান্তি পোহাতে হয়। চন্দ্রায় আমরা ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করেছি। সেখানে একটি সাব-কন্ট্রোলরুম করেছি। আমাদের চন্দ্রা, বাইপাইল ও নবীনগরে একটি করে মোট তিনটি জোন আছে। এ জোনগুলোতেও আমরা মনিটর করবো। যানজটের সমস্যা দেখলে কালিয়াকৈর হয়ে টাঙ্গাইলের মির্জাপুর হয়ে বাইপাস করে দেবো’- বলেন পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, ১৪৪৩ ডাকাতের তালিকা প্রস্তুত করে সে অনুযায়ী অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম। সম্প্রতি গণমাধ্যমে এ পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ঈদযাত্রায় ডাকাত-ছিনতাইয়ের বাগড়া থামাতে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত মহাসড়কে বিভিন্ন ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার ডাটা অ্যানালাইসিস করে ১৪৪৩ অপরাধীর তালিকা করেছে হাইওয়ে পুলিশ। সেই তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। এছাড়া এই তালিকা নিকটস্থ থানা ও জেলা পুলিশকে পাঠানো হয়েছে।

ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। তাদের তথ্য অনুযায়ী, এবারের ঈদে ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবেন। এছাড়াও এক জেলা থেকে অন্য জেলায় আরও তিন থেকে সাড়ে তিন কোটি মানুষের যাতায়াত হতে পারে, যার ৭৫ শতাংশই সড়কপথে।

বিজ্ঞাপন

ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে যাত্রীদের ভোগান্তিমুক্ত, স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে গণপরিবহনের সংকট মোকাবিলায় লম্বা ছুটি সঠিকভাবে কাজে লাগানোর দাবিও জানিয়েছে সংগঠনটি।

পর্যবেক্ষণ তুলে ধরে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবেন। দেশের এক জেলা থেকে অন্য জেলায় আরও তিন থেকে সাড়ে তিন কোটি মানুষের যাতায়াত হতে পারে। যার ৭৫ শতাংশ সড়কপথে, ১৭ শতাংশ নৌপথে এবং ৮ শতাংশ রেলপথে।

সংগঠনের পর্যবেক্ষণে দেখা গেছে, গত বছর ঈদুল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত এবং ১৩৯৮ জন আহত হন। গত ৯ বছরে শুধু ঈদুল ফিতরে ২৩৭৭টি দুর্ঘটনায় ২৭১৪ জন নিহত এবং ৭৪২০ জন আহত হয়েছেন। এবারের ঈদে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, পুলিশ ও বিআরটিএর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

ঈদযাত্রায় ডাকাতি-ছিনতাইয়ের বাগড়া থামাতে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত মহাসড়কে বিভিন্ন ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার ডাটা অ্যানালাইসিস করে ১৪৪৩ অপরাধীর তালিকা করেছে হাইওয়ে পুলিশ। সেই তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে।- হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম

এছাড়া নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, ঘাট ও নৌবন্দরকেন্দ্রিক যাত্রী হয়রানি, খেয়া পারাপারে, বন্দরের যাত্রী পারাপারে বেসরকারি ইজারাদারদের লুটপাটের দৌরাত্ম্য বন্ধ করারও দাবি যাত্রী কল্যাণ সমিতির।

ঈদ ঘিরে লঞ্চযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে ১৫ রোজা থেকে ঈদ পরবর্তী দুদিন পর্যন্ত প্রতিটি লঞ্চে চারজন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন বলে জানিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরই মধ্যে তাদের মোতায়েন করা হয়েছে বলে গত রোববার জানিয়েছেন বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন।

ঈদে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, মুন্সিগঞ্জের গজারিয়া, বরিশালের মেঘনা নদীসহ সব অপরাধপ্রবণ এলাকাগুলোতে কোস্টগার্ড, নৌ পুলিশের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টহল থাকবে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ২৪টি সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

দূরপাল্লার ঈদযাত্রা, সড়কে সিসি ক্যামেরা, থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরের তথ্য বলছে, আসন্ন ঈদে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

বাহিনীর সদরদপ্তরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানিয়েছেন, ঈদ ঘিরে পার্বত্য অঞ্চলে ১৬টি আনসার ব্যাটালিয়নসহ সারাদেশে মোট ৪২টি ব্যাটালিয়নের প্রতিটিতে ১ প্লাটুন করে ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ বাহিনী আনসার-ভিডিপি সদরদপ্তরের নির্দেশনায় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্যকে অধিকতর সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তৃণমূল পর্যায়ে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে ভিডিপি সদস্যদের সক্রিয় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এমন কোনো কর্মকাণ্ড সংঘটিত হলে তারা দ্রুততম সময়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতরে বিপুল সংখ্যক মানুষ ঢাকা মহানগর থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন। ঈদের সময় ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন এবং ৩০ লাখের বেশি মানুষ বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় প্রবেশ করবেন।

আরও পড়ুন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যময় করতে ডিএমপির ট্রাফিক বিভাগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ২৫ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত সংশ্লিষ্ট সব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া বলেন, মাঠে আমাদের হাইওয়ে পুলিশের ৩৭৭টি টহল টিম থাকবে। জেলা পুলিশের টহল টিমও থাকবে। সব মিলিয়ে হাজারের বেশি চেকপোস্ট এবং টহল টিম কাজ করবে।

দূরপাল্লার ঈদযাত্রা, সড়কে সিসি ক্যামেরা, থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিম

‘সিসি ক্যামেরাগুলো দেওয়ার কারণে আমরা এবার বাড়তি মনিটরিং করতে পারবো। সিসি টিভির আওতাভুক্ত কোনো স্থানে চুরি-ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটলে আমরা দেখতে পারবো। এছাড়া ট্রাফিকের সমস্যা দেখতে পেলে বিকল্প রাস্তা ব্যবহার করতে পারবো।’

তিনি বলেন, ঈদযাত্রায় এবার বড় সুখবর হলো, ঢাকা-টাঙ্গাইল সড়কে ঢাকা-এলেঙ্গা পর্যন্ত ফোর লেন। এলেঙ্গার পর যমুনা সেতুর পূর্ব পর্যন্তু টু লেন ছিল। এ বছর ফোর লেন চালু হয়ে গেছে। ফলে যানজটের সম্ভাবনা থাকছে না। আরও ভালো সংবাদ হলো, হাটিকুমরুলের ওখানে বন্ধ থাকা ফ্লাইওভার কয়েকদিন আগে চালু হয়েছে। সেখানে মহাসড়কে বসা বাজারও জেলা পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে সরানো হয়েছে।

সড়ক-মহাসড়কে কতগুলো ক্যামেরা স্থাপন হবে জানতে চাইলে দেলোয়ার হোসেন মিয়া বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১,৪২৭টি ক্যমেরার মধ্যে ১২০০ ক্যামেরা সচল আছে। এক্সপ্রেস হাইওয়ের ক্যমেরাগুলো আমরা এখনো আমাদের কন্ট্রোলে নিইনি। তবে ইনডিরেক্টলি মনিটর করতে পারি। ঢাকা-মাওয়া সড়কে ৬০০ থেকে ৬৫০টির মতো ক্যামেরা আছে। চন্দ্রায় ৩২টি ক্যামেরা আমাদের নিয়ন্ত্রণে। এগুলো ভালো কাজে দেবে। এছাড়া ২৮টি ক্যামেরা আছে যমুনার পশ্চিম পাশে হাটিকুমরুলের পর থেকে।

‘আরেকটি জ্যাম হতে পারে বগুড়া সড়কে শেরপুরের নয় মাইল নামক স্থানে। সেখানে রাস্তার কাজ হচ্ছে। রাস্তাটা সরু আছে। সেখানে গাড়ির গতি কমতে পারে’- বলেন পুলিশের এ কর্মকর্তা।

কেআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।