শ্রম উপদেষ্টা
সাবেক এমপি শিখরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা

শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। শিখর মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন।
উপদেষ্টা বলেন, রোয়ার ফ্যাশন নামক প্রতিষ্ঠানের অনুকূলে তাদের শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে পাওনাদি পরিশোধের জন্য এরই মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপদকালীন হিসাব থেকে এক কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেওয়া হয়েছে। তবে এ উদ্যোগ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসারিত করা যাবে না।
এ দায় শুধু মালিকের, কিন্তু মালিক পলাতক। এরই মধ্যে প্রতিষ্ঠানটির মালিক (সাইফুজ্জামান শিখর) পলাতক আছেন। তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, কারখানাটি (রোয়ার) ভালুকায়। ময়মনসিংহের ডিসির নেতৃত্বে সেখানে একটি কমিটি করা হয়েছে। তাদের কথার ভিত্তিতে টাকা দেওয়া হয়েছে। টাকাটা মূলত বিজিএমইএকে ঋণ দেওয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, আমি সচিবকে পলাতক মালিকের (সাইফুজ্জামান শিখর) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি। যদি সে দেশে না থাকে, ক্রিমিনাল অফেন্সের জন্য ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে। এরই মধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।
আরএমএম/এমআইএইচএস/জিকেএস