বিদেশ ভ্রমণে উপদেষ্টা-সচিবদের জরুরি ছাড়া পিএস-এপিএসদের নিতে মানা

উপদেষ্টা ও সচিবদের বিদেশ ভ্রমণের সময় জরুরি কারণ ছাড়া তাদের একান্ত সচিব (পিএস) এবং সহকারি একান্ত সচিবদের (এপিএস) সহযাত্রী হিসেবে না নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত ১৯ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সব সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, অপরিহার্য বা অতি জরুরি কারণ ব্যতীত উপদেষ্টা বা সচিবদের একান্ত সচিব বা সহকারি একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশ ভ্রমণ পরিহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের খরচ কমানো ও দেশের বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা আনতে চলতি অর্থবছরের শুরুতে অর্থ বিভাগ থেকে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করে সার্কুলার জারি করা হয়।
গত বছরের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়। সেখানে সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।
পরিপত্রে বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের তালিকা জানিয়ে রাখার নির্দেশনা দিয়ে বলা হয়েছিল, বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয়ভিত্তিক ডেটাবেজ তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার অফিস এর কাঠামো তৈরি করে দেবে এবং এর তথ্য সংরক্ষণ করবে। সব স্তরের সরকারি কর্মকর্তারা একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করবেন।
আরএমএম/এমআইএইচএস/জিকেএস