সম্পর্ক জোরদারে কাজ করার প্রতিশ্রুতি রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৭ মার্চ ২০২৫

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

বিজ্ঞাপন

সম্পর্ক জোরদারে কাজ করার প্রতিশ্রুতি রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর

আলেক্সেই ওভারচুক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন এবং জ্বালানি, কৃষি, এবং অবকাঠামো খাতে রাশিয়ার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং নতুন অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।