বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৭ মার্চ ২০২৫

বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আজ ২৭ মার্চ (বৃহস্পতিবার) বোয়াও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা আঞ্চলিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ইউনূস বাংলাদেশে জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

বান কি মুন বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক ও সামাজিক সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ ও বোয়াও ফোরামের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।