ড. ইউনূসের সঙ্গে এফএও মহাপরিচালক কু ডংইয়ের সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংই। বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হয়।

বৈঠকে খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বাংলাদেশে কৃষি প্রযুক্তি ও খাদ্য উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

ড. ইউনূসের সঙ্গে এফএও মহাপরিচালক কু ডংইয়ের সাক্ষাৎ

এফএও প্রধান বাংলাদেশের কৃষি উন্নয়নের প্রশংসা করেন এবং টেকসই কৃষি খাতে সংস্থাটির চলমান সহায়তার বিষয়ে আশ্বাস দেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উভয় নেতা খাদ্য উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, কৃষকদের ক্ষমতায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ ও এফএও-এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।