ঈদযাত্রা

বেশি ভাড়া নিচ্ছিল নীলাচল ও নিউসাফা পরিবহন, জরিমানা ৭ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৬ মার্চ ২০২৫

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না থাকায় সাতটি বাসকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

ভাড়ার তালিকা না থাকায় পাঁচ বাসকে ১০ হাজার টাকা ও নির্ধারিত ভাড়া থেকে ১০০ টাকা অতিরিক্ত আদায়ের দায়ে দুই বাসকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনালে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া যায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ না থাকায় কোনো জরিমানা করা হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি-লক্ষ্মীপুরগামী নীলাচল পরিবহনে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গাইবান্ধাগামী নিউসাফা পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চার হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে ফুলবাড়িয়া বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে ভাড়ার তালিকা না থাকায় দোলা পরিবহন, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহনকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মিরপুর ডি-লিংক ও নীলাচল পরিবহনে ভাড়ার তালিকা প্রদর্শন না থাকায় দুটি বাসকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেআর/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।