অতিরিক্ত ভাড়া আদায়: চট্টগ্রামে চার পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৬ মার্চ ২০২৫

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামে চার বাস কাউন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় নগরীর অলংকার মোড় ও এ কে খান এলাকায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাস কাউন্টারগুলোকে ৪৩ হাজার টাকা জরিমানা করে।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় সহকারী পরিচালক রানা দেবনাথ (সহকারী পরিচালক), মাহমুদা আক্তার অভিযানে অংশ নেন।

অভিযানে সাবিনা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, সোনিয়া এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, জি এস ট্রাভেলসকে ৫ হাজার টাকা এবং তিশা প্লাটিনাম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমডিআইএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।