স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারি কমিশন পেলেন ১০ অফিসার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৫ মার্চ ২০২৫

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন- মোহাম্মদ ছালজার রহমান, মিজানুর রহমান, মোল্লা মোশফিকুর রহমান, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দীন, মোহাম্মদ তফাজ্জল হোসেন, মোহাম্মদ দিদার হোসেন, মোহাম্মদ সহিদুর রহমান, শাহাজালাল আলম,এমসিপিও (রেগ) এবং মোহাম্মদ আলমগীর হোসেন।

নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।