ঢাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ মার্চ) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আশপাশের লোকের মুখে জানতে পারি নিহত ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রেল লাইন দিয়ে হাঁটার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় স্পটেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আজ পাঠানো হয়।
তিনি জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইম সিনকে খবর দিয়েছি।
এমআইএইচএস/এমএস