রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৫ মার্চ ২০২৫

রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসাইন (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হোসাইনকে হাসপাতালে নিয়ে আসা রুবেল জানান, একটি স্থানীয় মাদরাসায় পড়াশোনা করে। দুপুরের দিকে তার রুমে শুয়ে থাকা অবস্থায় ফ্যানের ইলেকট্রিকের তার শরীরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হোসাইনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলা সখিপুর থানা কাঁচিকাটা বাজার এলাকায়ভ মো. দেলোয়ার হোসেনের সন্তান হোসাইন। বর্তমানে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।