মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রফিক (৩৮), ফরহাদুল (৩০), কামাল (৩২), শরীফ (২৩) ও আল আমিন (২৫)।
মেহেদী হাসান বলেন, সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রয়েছে, ডিএমপি মামলায় দুইজন, মাদক মামলায় একজন, দ্রুত বিচার আইনে একজন ও অন্যান্য মামলায় একজন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কেআর/এমআরএম/জিকেএস