‘মব’ করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ. লীগ নেতা এখনো অধরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৫ মার্চ ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ মামলার আসামি গোলাম মোস্তফাকে (৫৮) পুলিশের কাছ থেকে ‘মব সৃষ্টি’ করে ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হলেও ১৩ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফাকে গত ১২ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা করে তাকে ছাড়িয়ে নেয় একদল দুর্বৃত্ত। এসময় কয়েকজন পুলিশও আহত হন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সরকারি কাজে বাধা দান ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়। কিন্তু গোলাম মোস্তফাসহ হামলাকারী কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলশ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় নেতৃত্ব দেয় ঘটনাস্থলের সামনেই থাকা একটি স্কুলের লালমাটিয়া এলাকার অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের নিরাপত্তাকর্মী ও কয়েকজন কর্মকর্তা। আসামি গোলাম মোস্তফা ওই স্কুলের তিনজন মালিকের একজন। তাকে গ্রেফতারের খবর পেয়ে শিক্ষক এবং স্টাফদের নিয়ে প্রশাসনিক ভবনের দুই তলা থেকে দ্রুত নিচে নামেন হেড অব স্কুল আনিসুর রহমান সোহাগ ও অন্যরা। নিচে নেমেই নিরাপত্তা প্রহরী ও তার সঙ্গে থাকা স্টাফদেরকে নির্দেশ দেন গোলাম মোস্তফাকে ছাড়িয়ে নেওয়ার। এসময় অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করা হয়। অ্যাভেরোজ নামের ওই স্কুলের নিচ তলার সিসি ক্যামেরায় ওই সময়কার সব ভিডিও চিত্র ধারণ করা আছে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা ও কর্মচারীদের মারধরের অভিযোগে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুম বাদী হয়ে মামলা করেছেন। তবে এ মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসামি গ্রেফতারের বিষয়টি সম্পর্কে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, আসামি গ্রেফতারে অভিযান চলছে।

জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, পলাতক গোলাম মোস্তফাকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পুলিশের অন্যান্য সব ইউনিটও চেষ্টা করছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে জানা যায় মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি লালমাটিয়া এলাকার অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে অবস্থান করছে। এমন খবরে অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে আসামি আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সদস্য গোলাম মোস্তফাকে হেফাজতে নেয় পুলিশ। এই সময়ে আসামির চিৎকারে স্কুলটির নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে মানবঢাল তৈরি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তখন আসামির নির্দেশে পুলিশের ওপর চড়াও হয়ে সরকারি কাজে বাধা প্রদান করেন তারা। পাশাপাশি পুলিশকে টানাহেঁচড়া করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এ সময়ে পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যেতে থাকলে স্থানীয়রা পুলিশকে কিলঘুষি মারতে থাকে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিদের মারপিটের সময়ে আসামি গোলাম মোস্তফাকে ছিনিয়ে নিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। আসামিদের মারপিটে আহত পুলিশকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টিটি/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।